News » সাহিত্যে অবমাননাকর পুরস্কার Viewed 345 time(s)

আসাদ মোস্তফা
17 October, 2010. 05:48 AM

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সাহিত্যে একটি অবমাননাকর পুরস্কার পেলেন। টনি ব্লেয়ারের স্মৃতিকথা 'এ জার্নি (A Journey)' সাহিত্য সমালোচনামূলক অবমাননাকর পুরস্কার 'ব্যাড সেক্স অ্যাওয়ার্ডে'র জন্য মনোনীত হয়েছে বলে জানিয়েছে 'দ্য টেলিগ্রাফ'।  খবর পিটিআই ও টাইমস অব ইন্ডিয়া অনলাইনের। সাহিত্যে সবচেয়ে অনাকাক্সিক্ষত ও অপমানজনক এ পুরস্কার দেওয়া হয় সাধারণত ঔপন্যাসিকদের। কোনো উপন্যাসে যদি যৌনতাকে সবচেয়ে খারাপ, অপমানজনক বা স্বার্থপরভাবে তুলে আনা হয় তাহলে এ পুরস্কার দেওয়া হয়। টনি ব্লেয়ারের স্ত্রী চেরি ব্লেয়ারের সঙ্গে এক রাতের ঘটনার অপমানজনক ও স্বার্থপর বর্ণনার পর বিচারকরা উপন্যাসের বাইরে গিয়ে ব্লেয়ারের স্মৃতিকথা 'এ জার্নি'কে পুরস্কারের জন্য মনোনীত করেন। এ পুরস্কারের তালিকায় টনি ব্লেয়ার ছাড়া আরও আছেন, 'দ্যা প্রেগন্যান্ট উয়িডো'র লেখক মার্টিন অ্যামিস, 'সোলার' এর লেখক ইয়ান ম্যাকওয়ান এবং 'ফ্রিডমে'র লেখক জোনাথান ফ্রাঞ্জেন।